ফ্রিল্যান্সিং হচ্ছে ইন্টারনেটে কোন কন্ট্রাক্ট এর কাজকে করে দেয়া। ইন্টারনেটে বেশ কিছু মার্কেটপ্লেস রয়েছে যেগুলোতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের কাজ পোস্ট করে এবং ফ্রিল্যান্সাররা এ কাজগুলোকে নিজেদের মতো করে কমপ্লিট করে দেয় ।
কাজগুলো বিভিন্ন মার্কেটপ্লেসে বিষয়ভিত্তিক ভাবে আলাদা আলাদা করা থাকে। আপনি ফ্রীল্যান্সার হিসেবে আয় করতে চাইলে এসব মার্কেটপ্লেসে প্রথম রেজিস্ট্রেশন করে কাজ পাওয়ার জন্য এপ্লিকেশন করতে হবে। কিন্তু আবেদন করলেই সাথে সাথে কাজ পাওয়া যাবে বিষয়টা এমন নয় এক্ষেত্রে আপনার কাজের দক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
ফ্রিল্যান্সিং শিখতে চাইলে আপনাকে প্রথমেই নিজের দক্ষতা বৃদ্ধি করতে হবে। প্রথমে কোন প্রতিষ্ঠানে ভর্তি হবার চাইতে নিজে থেকেই ইন্টারনেটে সার্চ করে শেখার চেষ্টা করতে পারেন। আপনার ইংলিশ স্কিল ডেভেলপ করা খুবই প্রয়োজন। কারণ অধিকাংশ বায়াররা তাদের কাজের বিস্তারিত ইংরেজিতে দিয়ে থাকেন।
ফ্রিল্যান্সিং শব্দের অর্থ হচ্ছে মুক্ত পেশা। অর্থাৎ কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির আদেশ অনুযায়ী কারো কাজ না করাকেই ফ্রিল্যান্সিং বলে। মূলত যারা এ ধরনের কাজ করে থাকে তাদেরকে ফ্রিল্যান্সার বলা হয়।
ফ্রিল্যান্সিং হলো কোন প্রতিষ্ঠানে পার্মানেন্ট চুক্তিবদ্ধ না হয়ে বরং প্রজেক্ট বেসিসে কাজ করা। ফ্রিল্যান্সিং করে আসছে মানুষ শত বছর ধরে। যেমন একজন রিক্সাওয়ালাও ফ্রিল্যান্সার, কারণ সে অন্যের রিক্সা চালায়, ইচ্ছা হলে প্যাসেঞ্জার নেয়, নাহলে নেয় না। তার ফ্রিডম আছে। ইদানিং ফটোগ্রাফাররাও ফ্রিল্যান্সার, কারণ তারা কোথাও ফটোগ্রাফার হিসাবে চাকরি না করে বরং অনুষ্ঠান বেসিসে শুট করে আর পারিশ্রমিক নেয়।
আরো জানতে চাইলে এখানে ক্লিক করুন..

No comments:
Post a Comment